শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

বিএনপির গঠনতন্ত্রে সংযুক্ত হতে পারে নির্বাহী চেয়ারম্যানের পদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৫৪ Time View

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ওই পদে আনা হবে। তবে চেয়ারপারসনের পদে থাকছেন খালেদা জিয়া। তিনি জীবিত থাকাকালীন দলের মধ্যে তারেক রহমানকে প্রতিষ্ঠিত দেখতে চান। এরমধ্যে দলের সকল স্তরে তারেক রহমানের নেতৃত্ব মেনে কাজ করার নির্দেশনা দিয়েছেন খালেদা জিয়া। সাজা ও বয়সের কারণে তিনি রাজনীতিতে আগের মত ভূমিকা রাখতে চান না বা পারছেন না।

করোনার পর পরিবর্তনের রাজনীতি নিয়ে আনতে চায় বিএনপি। এ কারণে করোনা পরিস্থিতির মধ্যে দলটির ভেতরে বড় ধরণের সংস্কার চলছে, যা প্রকাশ্যে দেখা যাচ্ছে না। ইতিমধ্যে তারেক রহমানকে মেনে দলের শীর্ষনেতারা বিভিন্ন ধরণের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। বিএনপির একাধিক নীতিনির্ধারকের সঙ্গে আলাপ করে এমনটা জানা গেছে।

একজন সিনিয়র নেতা জানান, বিএনপিতে ভারপ্রাপ্ত পদের বিষয়ে বিগত দিনে তিক্ত অভিজ্ঞতা রয়েছে। একারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদটিকে বেশী দিন স্থায়ী করতে চান না নীতিনির্ধারকরা। তিনি বলেন, এক সময়ে যারা দলের কর্মকাণ্ডে তারেক রহমানের নেতৃত্ব মেনে নেয়ার অনাগ্রহ ছিলো তারাও এখন তারেক রহমানকে মেনে নিয়ে কাজ করছেন।

 

দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনীতিতেও পরিবর্তন শুরু হয়েছে। সবার সহযোগিতায় বিএনপিতে আরও বড় পরিবর্তন আসবে।

সূত্র জানায়, তারেক রহমান ইতিমধ্যে বেশকিছু একক সিদ্ধান্ত নিয়ে সফল হয়েছেন। এরমধ্যে গুরুত্বপূর্ণ নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত, নির্বাচনের মাধ্যমে ছাত্রদলের কমিটি গঠন এবং একই পদ্ধতি অনুসরণ করে ড্যাবের কমিটি গঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015 teamreportbd
কারিগরি সহযোগিতায়: Freelancer Zone
freelancerzone