রবিবার, ১৯ মে ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন

নাগরিকত্ব আইন পরিবর্তনের কথা বলছেন কুয়েতি নারীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৪৪৫ Time View

প্রয়োজনে নাগরিকত্ব আইন পরিবর্তনের কথা বলছেন কুয়েতি নারীরা। বিদেশি নাগরিকদের বিয়ে করলে সন্তান হওয়ার পর তারা কুয়েতের নাগরিকত্ব পান না। অনলাইন আবেদনে ১৭ হাজার স্বাক্ষর সম্বলিত এ দাবি কুয়েতের সংসদ ও মন্ত্রিসভায় পৌঁছে গেছে। গালফ নিউজ

কুয়েতের জনসংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি বিদেশি নাগরিক বাস করছেন দেশটিতে। জনসংখ্যার ভারসাম্য আনতে কুয়েতি নারীরা বিদেশিদের বিয়ের পর তাদের সন্তানরা যাতে নাগরিকত্ব পান সে দাবি তোলার পেছনে কোভিড পরিস্থিতিতে বিভিন্ন সংকট নিরসনের বিষয়টি কাজ করছে।

ইবতকার স্ট্যাটেজিক কনসালটেন্সির পরিচালক আল আনুদ আল শাহরেখ বলেন অনেক কুয়েতি নারী আছেন যারা বিদেশিদের বিয়ের পর সন্তান সন্ততি নিয়ে বিদেশে আটকে আছেন। কোভিড পরিস্থিতিতে এ সংকট আরো মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। বিমানবন্দর বন্ধ এবং নাগরিকত্ব না পাওয়ায় তারা তাদের সন্তানদের নিয়ে কুয়েতে ফিরতে পারছেন না।

৪০তম বিসিএস থেকেই কোটা বিলুপ্তি বাস্তবায়ন হবে: পিএসসি চেয়ারম্যান ≣ জি কে শামীমের প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি চুক্তি বাতিল ≣ [১] ভোলার কর্ণফুলী লঞ্চে যৌন হয়রানির চেষ্টাকারী বাবুর্চি গিয়াস গ্রেপ্তা কুয়েতের নারীরা তাদের সন্তানদের নাগরিক স্বীকৃতির পক্ষে বলছেন এতে তারা নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারছে না। তাদের মধ্যে সামাজিক স্বীকৃতির বিষয়টি ফিরে পাওয়ার বিষয়টি দানা বাঁধছে। তারা এ সাংস্কৃতিক পার্থক্য দূর করতে আইনগতভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

কুয়েত বিশ্বের ২৫টি দেশের একটি যেখানে বিদেশি নাগরিকদের বিয়ে করলে তাদের সন্তানদের দেশটির নাগরিকত্ব দেয়া হয় না। দম্পতিদের ক্ষেত্রে এ আইন সমান কার্যকর।

কুয়েতের নারীদের মত অনেক পুরুষ যারা বিদেশি নারী বিয়ে করেছেন তারাও বিপাকে পড়েছেন। কুয়েতের এক শিক্ষাবিদ ড. এবতেহাল আল খাতিব বলেন উত্তরাধিকার শুধু পুরুষের জন্যে স্বীকৃতির বিষয় এধরনের ধ্যান-ধারণা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015 teamreportbd
কারিগরি সহযোগিতায়: Freelancer Zone
freelancerzone