কমলনগর ( লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে জলোচ্চাসে প্লাবিত পানিবন্ধি এলাকায় ত্রাণ বিতরণ করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও বিকপ্ল ধারা মহাসচিব মেজর (অবঃ) আব্দুল মান্নান। উপজেলার ৬টি ইউনিয়নে ছয় শতাধিক পানিবন্ধি ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
সোমবার(২৫ আগস্ট) সকালে কমলনগর উপজেলার চর মাটিন, চর কালকিনি, চর লরেন্স, সাহেবের হাট, চর ফলকন, পাটওয়ারীর হাট পানিবন্ধি বিভিন্ন এলাকায় এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও স্থানীয় এমপি’র প্রতিনিধি নুরুল আমিন মাষ্টার, বিকপ্ল ধারার কমলনগর উপজেলা সভপতি আলহাজ্ব মোহাম্মদ উল্যা, সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক, বিকপ্ল ধারার যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান, যুবধারার সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম- আহবায়ক আরাফাত হোসেন সুজন, ছাত্রলীগ নেতা আজাদ বাঘা, আওয়ামিলীগের চর ফলকন ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাওলাদার প্রমুখ।
মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল।