লক্ষ্মীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) সকালে লক্ষ্মীপুর জেলা কার্যালয়ে জেলা সাধারণ সম্পাদক মাওলানা ছাইফ উল্লাহ হেলাল এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জেলা সভাপতি মাওলানা আবদুর রহিম। তিনি শহীদের রুহের মাগফেরাত শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করেন। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সদর উপজেলা সভাপতি মাওলানা আবদুর রব, জেলা সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান , আবদুল মোতালেব প্রমূখ।