লক্ষ্মীপুরের কমলনগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্ম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি পূদম পুস্প চাকমা, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম, কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ওয়াজি উল্যাহ জুয়েল, সাংবাদিক মো. ফয়েজ মাহমুদসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।