লেবাননের গভর্নর মারওয়ান আবুদ বলেছেন বৈরুত বিস্ফোরণে ক্ষতির পরিমান দাঁড়িয়েছে ১৫ বিলিয়ন ডলার। ধসে পড়া ঘরবাড়ির ভেতরে চাপা পড়া অনেক মানুষকে এখনো উদ্ধার করা যায়নি। নিহত হয়েছে অন্তত ৪ বাংলাদেশি। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮ বাংলাদেশি। লেবাননে বাংলাদেশি প্রবাসি রয়েছে ১ লাখ ৭০ হাজার। মিডিল ইস্ট আই/সিএনএন/ডেইলি মেইল
কয়েক মাস ধরে লেবানন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটির প্রধান সাইলো বিস্ফোরণে ধসে পড়েছে। এ সাইলোতে ১ লাখ ২০ হাজার টন গম মজুদের ধারণ ক্ষমতা ছিল। ইরাক ইতিমধ্যে লেবাননে জালানি তেল ও গম সরবরাহ শুরু করেছে।
মজুদকৃত ২৭৫০ টনের এ্যামোনিয়া নাইট্রেটে বিস্ফোরণ ঘটে। লেবানন বন্দর ক্ষতিগ্রস্ত হয়। চারটি জাহাকে ২৮ হাজার টন গম খালাসের অপেক্ষায় আছে।
যুদ্ধ ছাড়া শান্তিপূর্ণ সময়ে এতবড় বিস্ফোরণ আর কখনো ঘটেনি। হাসপাতালে শত শত আহত ব্যক্তির অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বিস্ফোরণ ভুলবশত হয়নি। তার জেনারেলরা জানিয়েছেন বোমা বিস্ফোরণ করা হয়েছে। হিজবুল্লা দায়ী করেছে ইসরায়েলকে। ইসরায়েল তা অস্বীকার করেছে।
বিস্ফোরণের মাত্রা ৩ কিলোটন টিএনটির সমান বা হিরোশিমায় ফেলা আনবিক বোমার ২০ শতাংশের সমান শক্তিশালী। ২৪০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকেও শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণে লাল-কমলা বর্ণের মাশরুমের মত আলো ও ধোঁয়ার কুণ্ডলি বৈরুতের আকাশ ছেয়ে যায়।