আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক দুবারের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানকে ঘিরে একটি গোষ্ঠী একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে কাল্পনিক ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গোষ্ঠীটি নির্বাচনে আশরাফ উদ্দিন নিজানের পক্ষে জনতার গণজোয়ার এবং নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা বুঝতে পেরে এমন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বিএনপির।
তাদের অভিযোগ, আশরাফ উদ্দিন নিজানের দূর্গে ফাটল ধরানোর চেষ্টা এবং কর্মী-সমর্থকদের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে নির্দিষ্ট একটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারীরা উদ্দেশ্যমূলক এমন অপপ্রচার চালাচ্ছেন। তারা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন। এ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসন থেকে বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিন নিজান ভোট করছেন। তিনি এ আসন থেকে (২০০১-২০০৮) সালে বিপুল সংখ্যক ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। মানুষকে কথা দিয়েছিলেন এমপি নির্বাচিত হলে মামল-হামলামুক্ত রামগতি-কমলনগর উপহার দেবেন। এমপি হয়ে তিনি তার কথা রেখেছেন। যে কারণে এ আসনের শান্তিপ্রিয় জনগন তার ওপর আস্থা রেখে এবারও তাকে নির্বাচিত করতে কোমড় বেঁধে মাঠে নেমেছেন। তার পক্ষে জনসমর্থন দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ঘুম হারাম হয়ে গেছে। তারা আশরাফ উদ্দিন নিজানের জনপ্রিয়তা রুখতে অপকৌশলের পথ বেঁছে নিয়েছেন। ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণার বিষয়ে বিভিন্ন কাল্পনিক ট্যাগ লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, এসব করে আশরাফ উদ্দিন নিজানের জনপ্রিয়তা কমানো যাবে না। আশরাফ উদ্দিন নিজান সততা ত্যাগ ও নিষ্ঠার পরিচয়ে জনগণের সঙ্গে সন্ধি গড়েছেন। এ সন্ধি অপপ্রচার দিয়ে থামানো যাবে না।
মন্তব্য করুন