দাগনভুইয়া থানার নবাগত ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন,হয় ওসি থাকবে নতুবা অপরাধী থাকবে। এক সাথে দুটো থাকতে পারে না থানায় । তিনি আরো বলেন, আমি যোগদান করার পর শীর্ষ ডাকাত,মাদক ব্যাবসায়ী সহ অনেক অপরাধী কে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছি।প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষায় টহল জোরদারের ব্যাবস্হা নিয়েছি।স্কুল, কলেজ এবং মাদ্রাসার আশে পাশে কিশোরগ্যাং প্রতিরোধে কাজ করছি।যেখানে সমস্যা সেখানে পুলিশের উপস্থিতি থাকছে।
আমি সরকারের এবং এসপি স্যারের নির্দেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং ভোটারগন যাতে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থী কে ভোট দিতে পারে সে লক্ষ্যে কাজ করছি।
জনগন যাতে ঘরের খোলা রেখে ঘুমাতে পারে সে জন্য পুলিশ কাজ করছে। সচেতন মহল জানিয়েছেন, ওসি নোমান সাহেব এথানায় যোগদান করেছে দশ দিন ও হয়নি।একটা ঘটনা ও ঘটেনি।আগে ডাকাতি এবং চুরির ঘটনা ঘটতো।
মন্তব্য করুন