এবার ঈদে এনটিভি অনলাইন ও ডিজিটাল বিজ্ঞাপন লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজন হতে যাচ্ছে মাসব্যাপী ই-কমার্স মেলা। যেখানে সবাই মিলে ডিসকাউন্টে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কিনতে পারবেন।
সম্প্রতি এনটিভি অনলাইন ও ডিজিটাল বিজ্ঞাপন লিমিটেডের মধ্যে ‘সবাই মিলে কিনি, ক্যাশ অন ডেলিভারি’ নামে উদ্যোগের জন্য স্বাক্ষর হয় এমওইউ। ডিজিটাল বিজ্ঞাপনের ‘সবাই মিলে কিনি, ক্যাশ অন ডেলিভারি’ শীর্ষক উদ্যোগের ‘কী হতে পারে’ ক্যাম্পেইনকে দর্শকের আরও কাছে নিয়ে যেতে এনটিভি অনলাইনের কার্যালয়ে এই চুক্তি করা হয়।
এ সময় এনটিভি অনলাইনের পক্ষে উপস্থিত ছিলেন এনটিভি অনলাইনের সম্পাদক খন্দকার ফকরউদ্দীন আহমেদ, ম্যানেজার সাইমুম ইমতিয়াজ এবং ডিজিটাল বিজ্ঞাপন লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর সরফরাজ আহমেদ ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিজিটাল অ্যাড সেলস) তাহমিদ ফাহিম।
‘সবাই মিলে কিনি, ক্যাশ অন ডেলিভারি’ উদ্যোগের ব্র্যান্ড নেম সংক্রান্ত কোনও তথ্য এখনও ডিজিটাল বিজ্ঞাপন লিমিটেড প্রকাশ করেনি। তবে কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত ‘কী হতে পারে’ ক্যাম্পেইনটি ইতোমধ্যে অন্তর্জালবাসীর মধ্যে দারুণ সাড়া ফেলেছে। মন্তব্যকারীদের মধ্যে থেকে সেরা তিন জনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
সুত্রঃ এনটিভি