ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপ্পে। পরপর দুবার মোনাকোর জালে বল পাঠিয়ে লিগ ওয়ানে স্পর্শ করলেন একশ গোলের মাইলফলক। এমবাপ্পের মাইলফলকের দিনে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পিএসজি। গতকাল রোববার রাতে মোনাকোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল। এ জয়ে চলতি লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করল প্যারিসের ক্লাবটি।এদিন ম্যাচের ৫৩ ভাগ সময় বল দখলে রাখে পিএসজি। কিন্তু, আক্রমণে এগিয়ে ছিল মোনাকো। পুরো ম্যাচে ১৩ বার আক্রমণ করে। বিপরীতে পিএসজি শট নেয় ৯টি।
তবে, এ নয়টিতেই এসে যায় দুই গোল। ম্যাচের ১২তম মিনিটে সফল স্পট কিকে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে। প্রতিপক্ষের ডি বক্সে ডি মারিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় প্যারিসের ক্লাবটি। ওই পেনাল্টি থেকে স্কোরলাইন ১-০ করেন এমবাপ্পে।এরপর বিরতির আগে আরেকবার মোনাকোর জালে বল পাঠান এমবাপ্পে। অবশ্য এ গোলে অবদান ছিল লিওনেল মেসির। মাঝমাঠে আলগা বল পেয়ে এগিয়ে ডি-বক্সে বাঁ দিকে ফাঁকা পেয়ে এমবাপ্পেকে বল বাড়ান মেসি। সুযোগ হাতছাড়া না করে ঠিকানা খুঁজে নেন ফরাসি তারকা।
চলমান লিগ ওয়ানে ১৮ ম্যাচে ১৪ জয় এবং তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। ৩১ পয়েন্ট নিয়ে তিনে আছে রেন। ৩০ পয়েন্ট নিয়ে চারে নিস। আর, ২৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে মোনাকো।