করোনাভাইরাসে (কোভিড-১৯) একদিনে সর্বোচ্চ আক্রান্ত এবং মৃত্যু দেখলো মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৪ হাজার ৮শ’ ৪৬ জন নতুন করে সংক্রমিত এবং ১৩শ’ ৪৫জন মারা গেছেন। দ্বিতীয় অবস্থানে রাশিয়া। দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৩৫জন নতুন করে সংক্রমিত এবং ১১শ’ ৯২জন মারা গেছেন।গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৫ হাজার ২০১ জন এবং মারা গেছেন ৭ হাজার ৬শ’ ৮৮ জন। গতকাল শুক্রবার করোনায় মারা গিয়েছিলেন ৭ হাজার ৪১৩ জন আর সংক্রমিত হয়েছিলেন ৫ লাখ ৯ হাজার ৭০১ জন।শুরু থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ৫৩ হাজার ৮শ’ ২জন এবং সংক্রমিত হয়েছেন ২৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৫ম” ৮৮ জন।
করোনায় এখন পর্যন্ত সর্বচ্চ বিপর্যস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে সংক্রমিত হয়েছে ৪ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৪৪৯ জন আর মারা গেছেন ৭ লাখ ৭৪ হাজার ৬৭৩ জন। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানটি ভারতের। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৩ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৮৭ জন আর মারা গেছেন ৪ লাখ ৬০ হাজার ২৬৮ জন।সংক্রমণে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানটি ব্রাজিলের। দেশটিতে এখন পর্যন্ত করোনা পজিটিভ ২ কোটি ১৮ লাখ ৬২ হাজার ৪৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ১১২জনের।আক্রান্তে চতুর্থ স্থানে যুক্তরাজ্যে এবং পঞ্চম স্থানে রাশিয়া। এরপরই তালিকায় রয়েছে তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা এবং স্পেন। সংক্রমণের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৩০-এ।