বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের প্রথম Smart Village প্রবেশ গেইট এর শুভ উদ্বোধন জাতীয় বীমা দিবসে লক্ষ্মীপুর মার্কেন্টাইল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক প্রদান পবিত্র শবে বরাত ৭ মার্চ করোনাভাইরাস পরিস্থিতি ২৪ ঘণ্টায় শনাক্ত প্রায় এক লাখ, মৃত্যু পৌনে চারশো নিজের নয়, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি: প্রধানমন্ত্রী মিরপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান পাখির স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক হতাশা ও টাকার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন ফারদিন গুজবে কান না দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুর ইউসিসিএল’র সভাপতি ও বিআরডিবি’র কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

গত ২৪ ঘণ্টায় আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৩৫ Time View

বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।একদিনে মৃত্যুর এই সংখ্যা বাংলাদেশে একটি রেকর্ড। তবে এর আগে আরও একদিন কোভিডে আক্রান্ত হয়ে ২৬৪ জনের মৃত্যু ঘটেছিল।গত ৫ই অগাস্ট স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল যে আগের ২৪ ঘণ্টায় এ যাবতকালের একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু ঘটেছিল।

এরও আগে ২৭শে জুলাই ২৫৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।স্বাস্থ্য বিভাগের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১১ হাজার ১৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।সব মিলিয়ে বাংলাদেশে এ পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ হাজার ১৬১ জন, আর মোট শনাক্ত হয়েছে ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন।গত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে যারা মারা গেছেণ, তাদের মধ্যে ১৫৪ জন পুরুষ ছিলেন আর ১১০ জন নারী।

এর মধ্যে বাসায় ১০ জন, আর বাকি সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৪১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৪।এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪, ৯০৩ জন ।বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশো’র ঘরে নেমে এসেছিল।তবে চলতি বছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, হাসপাতালগুলোর ওপর যে হারে চাপ বাড়ছে, তাতে করোনাভাইরাসের চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015 teamreportbd
কারিগরি সহযোগিতায়: Freelancer Zone
freelancerzone