বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৩৭ জনের। ফলে কোভিড-১৯ রোগে মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো ২০ হাজার।এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০,০১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন। যে সংখ্যা একদিনে আক্রান্তের আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।এ নিয়ে মোট শনাক্ত হলেন ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৪৯ জন পুরুষ ও ৮৮ জন নারী।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ৩০.১২ শতাংশ।
গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে।২৭শে জুলাই সকাল ৮টা থেকে ২৮শে জুলাই সকাল ৮টা পর্যন্ত দেয়া পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ জন মারা যাওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ঢাকায় এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে ৯,২৭৩ জন।এরপরেই রয়েছে চট্টগ্রাম, সেখানে মৃত্যু হয়েছে ৬২ জনের।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩ হাজার ৪৭০ জন, আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন।