সরকারের উচ্চপর্যায়ের এই বৈঠকে ৭ই অগাষ্ট থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত টিক দেয়া শুরু করার সিদ্ধান্তও নেয়া হয়েছে।স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসে মৃত্যু এবং সংক্রমণের লাগাম টানতে শুুধু লকডাউনের ওপর নির্ভর না করে টিকার কর্যক্রমও বাড়ানোর সিদ্ধান্ত তারা নিয়েছেন।
তিনি জানিয়েছেন, ইউনিয়নে ইউনিয়নে টিকা দেয়ার কেন্দ্র করা হচ্ছে। ৭ই অগাষ্ট থেকে এসব কেন্দ্রে শুধু জাতীয় পরিচয় পত্র নিয়ে গিয়ে টিকা দেয়া যাবে। আর এক্ষেত্রে ৫০ বছর থেকে বেশি বয়সীদের অগ্রাধিকার দেয়া হবে।