“পোশাক সংক্রান্ত আইনে পরিবর্তন আনতে আমরা একসাথে লড়বো – যাতে খেলোয়াড়রা যে যেমন পোশাকে স্বচ্ছন্দ বোধ করে – তা পরে খেলতে পারে।”
এই বিবৃতিটি দেয়া হয়েছিল নরওয়েজিয়ান হ্যাণ্ডবল ফেডারেশনের (এনএইচএফ) পক্ষ থেকে। এর কারণ, দেশটির নারী বিচ ভলিবল দলকে ১,৫০০ ইউরো জরিমানা করেছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ কর্তৃপক্ষ। কী ছিল তাদের অপরাধ? কারণ তাদের নারী খেলোয়াড়রা বিকিনি বটম বা বিকিনির নিচের অংশের মত দেখতে শর্টস পরতে অস্বীকার করেছিলেন।
কিন্তু আগের দিনই ওই একই প্রতিযোগিতায় একজন নারী প্যারা-এ্যাথলিটকে বলা হয়েছিল তার নিম্নাঙ্গের পোশাক “খুব বেশি ছোট এবং শরীর-দেখানো।”
দুর্ভাগ্যজনকভাবে, নারী এ্যাথলেটরা ( বা সাধারণভাবে নারীরা) কি পরবে-না-পরবে তা নিয়ে এ ধরনের খবরদারি নতুন কিছুই নয়।
বিকিনি না পরায় বিচ হ্যাণ্ডবল টিমকে জরিমানা
নরওয়েজিয়ান বিচ হ্যাণ্ডবল দলের খেলোয়াড়রা অভিযোগ করেছিলেন, তাদেরকে পরার জন্য যে সংক্ষিপ্ত পোশাক দেয়া হয়েছে তাতে খুব বেশি যৌনতার আশ্রয় নেয়া হয়েছে এবং সেটা আরামদায়কও নয়।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নরওয়ের ব্রোঞ্জ পদক-নির্ধারণী এই ম্যাচটি ছিল স্পেনের বিরুদ্ধে। নির্ধারিত পোশাক নিয়ে আপত্তি তুলে নরওয়ের নারী খেলোয়াড়রা তার পরিবর্তে শর্টস পরবেন বলে ঠিক করলেন।
আমেরিকান টেনিস তারকা সেরেনা উইলিয়ামস সন্তানের মা হবার পর ২০১৮ সালের ফ্রেঞ্চ ওপেন শিরোপা জেতেন। বিজয়ের পর তিনি তার পরিহিত পোশাকটিকে “সেই সব মায়েরা যারা একটি কঠিন গর্ভাবস্থা পার করেছেন” তাদের প্রতি উৎসর্গ করেছিলেন।
‘ক্যাটস্যুট’ নামে পরিচিতি পাওয়া সেই পোশাক পরে তার নিজেকে মনে হয়েছে ‘ওয়াকাণ্ডার রানির’ মতো – ব্ল্যাক প্যান্থার সিনেমার প্রতি ইঙ্গিত করে বলেছিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা।
তাকে অবশ্য বলা হয়েছিল যে ওই পোশাক পরে তাকে আবার খেলতে দেয়া হবে না।
ফরাসি টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট বার্নার্ড গিউডিচেলি তাকে বলেছিলেন, “আমার মনে হয় কখনো কখনো আমরা বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আপনাকে খেলাকে এবং যেখানে খেলছেন সেই স্থানকে সম্মান করতে হবে।”
উইলিয়ামস বলেছিলেন, ওই পোশাক তাকে গর্ভকালীন রক্ত জমাট বাঁধার সমস্যা মোকাবিলা করতে সহায়ক হয়েছে – যা তার ভাষায় তাকে “প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।”
তিনি বলেছিলেন যে এ নিয়ে গিউডিচেলির সাথে তার কথা হয়েছে এবং এ সিদ্ধান্ত খুব বড় কোন ব্যাপার নয়। “যদি তারা জানতে পারে যে কিছু জিনিস স্বাস্থ্যের কারণেই করা হয়, তাহলে তারা এটা মেনে নেবে না – তা হতেই পারেনা।”
তাহলে যেহেতু নারী এ্যাথলেটরা এসব ব্যাপারে একটা অবস্থান নিচ্ছেন, লোকেও এ নিয়ে মন খুলে কথা বলছে – তাই এ ক্ষেত্রে একটা পরিবর্তন কি ঘটছে, এমন কথা কি বলা যায়?