শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের প্রথম Smart Village প্রবেশ গেইট এর শুভ উদ্বোধন জাতীয় বীমা দিবসে লক্ষ্মীপুর মার্কেন্টাইল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক প্রদান পবিত্র শবে বরাত ৭ মার্চ করোনাভাইরাস পরিস্থিতি ২৪ ঘণ্টায় শনাক্ত প্রায় এক লাখ, মৃত্যু পৌনে চারশো নিজের নয়, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি: প্রধানমন্ত্রী মিরপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান পাখির স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক হতাশা ও টাকার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন ফারদিন গুজবে কান না দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুর ইউসিসিএল’র সভাপতি ও বিআরডিবি’র কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

চার নায়িকার গোপন প্রেম প্রণয় !

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৬৯ Time View

স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে’-এই প্রবাদ পুরনো। প্রেম স্বর্গীয় বটে, তবে শোবিজ তারকাদের গোপন প্রেম-বিয়ে সন্তান এই প্রবাদকে মিথ্যা করে দেয়। এ ধরনের গোপন সম্পর্কের ইতিহাস মিডিয়াপাড়ায় অহরহ ঘটে। সাম্প্রতিক সময়েও চার নায়িকার গোপন সম্পর্কের গুঞ্জন আকাশ বাতাস ভারী করে তুলেছে। তাদের কথা তুলে ধরেছেন-আলাউদ্দীন মাজিদ

শাবনূর বললেন ‘ওকে নায়ক বানাব’ বেশ কিছুদিন ধরে শাবনূরের ফেসবুকে এই অভিনেত্রী একটি ছেলের ছবি নিয়মিত পোস্ট করে যাচ্ছেন। এই তরুণের টিকটক ও নিজের কয়েকটি চলচ্চিত্রের গানের ভিডিও জোড়া লাগিয়ে শাবনূর ফেসবুকে পোস্ট করেছেন। অনেকের প্রশ্ন, কে এই তরুণ? খোদ চলচ্চিত্রের মানুষেরই প্রশ্ন এই তরুণের সঙ্গে কি তাহলে শাবনূরের কোনো নতুন সম্পর্ক তৈরি হয়েছে? অবশেষে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকা শাবনূর মুঠোফোনে জানালেন তরুণটির নাম সিয়াম। ফেসবুকেই তার সঙ্গে পরিচয় হয়েছে।

তার ইচ্ছা চলচ্চিত্রে কাজ করবে। তাই তাকে চলচ্চিত্রে নায়ক করে নিয়ে আসাই শাবনূরের ইচ্ছা। অন্য কিছু ভাবার মতো কিছুই এখনো হয়নি। শাবনূর আরও জানান, এই তরুণের ভিডিও পোস্ট করার পর তাঁর সঙ্গে কয়েকজন পরিচালক এবং একাধিক প্রযোজক যোগাযোগ করেছেন। সবাই তাঁর সঙ্গে দেখা করতে চান। তাঁকে নিয়ে সিনেমা বানাতে চান। শাবনূর আক্ষেপ করে বলেন, ‘যাঁরাই এই তরুণকে নিয়ে নানা কিছু ভাবছেন, তাঁদের এত সন্দেহ করার মতো কিছু নেই। ও ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। ভালো পরিবারের ছেলে। আমিও চাইছি, নায়ক হিসেবে ওর অভিষেক হোক।’ শাবনূর উচ্ছ¡সিত হয়ে বলেন, আমার মাধ্যমে কেউ যদি নায়ক হওয়ার সুযোগ পায়, তাহলে কেন করব না।

 

 

পপির গোপন বিয়ে আর সন্তান?

জনপ্রিয় নায়িকা পপি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে আছেন। কোথায় আছেন, কী করছেন, কেউ জানে না। নিকটাত্মীয়রাও তার খবর দিতে অপারগ। এমন দীর্ঘ আত্মগোপনে আগে কখনো যাননি পপি। হন্যে হয়ে তাঁকে খুঁজছেন নির্মাতা-সাংবাদিক। ২০১৯ সালের দিকে তিনি ইস্কাটনের বাসা ছেড়ে বারিধারা ডিওএসএইচ-এর ফ্ল্যাটে ওঠেন। গুঞ্জন আছে এক বিবাহিত প্রকৌশলীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন পপি। ওই প্রকৌশলীই পপিকে উপহার হিসেবে ফ্ল্যাটটি দিয়েছেন। পপির মোবাইল নম্বরও বন্ধ অনেক দিন ধরে। এমনকি তার ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ। তার এই আড়াল হওয়ায় পপি বিয়ে করে সংসারী হয়েছেন- এমন গুঞ্জন বহুদিনের। এবার শোনা যাচ্ছে পপি মা হতে চলেছেন। পপির খবর জানতে তাঁর বাবা আমির হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। খুলনা থেকে তিনি বলেন, ‘পপি ঢাকাতেই আছে।’ পপির বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে আমির হোসেন বলেন, ‘আমিও তেমনই শুনেছি। এর বেশি আমার জানা নেই।’

বুবলীর গল্পের পেছনের গল্প

এ সময়ের জনপ্রিয় নায়িকা বুবলীর প্রেম বিয়ে আর সন্তানের গুঞ্জন শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে। যদিও এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে মুখ খোলেননি এই নায়িকা এবং এ ব্যাপারে কারও কাছে কোনো প্রমাণও নেই। বুবলীও বুদ্ধিমত্তার সঙ্গে এ সংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে চলেছেন। এভাবেই বুবলী নিজেই নিজের রহস্যের জাল বুনছেন।

শাকিব খানের বিপরীতে নয়টি সিনেমায় অভিনয় করেন বুবলী। একসঙ্গে কাজের শুরু থেকেই দুজনকে নিয়ে গুঞ্জন ওঠে চলচ্চিত্রপাড়ায়। একসময় বুবলী হুট করে গোপনে আমেরিকা চলে যান।

তখন তার সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। তার হঠাৎ আড়াল হওয়ায় গুঞ্জন রটে- বিয়ে করেছেন বুবলী। মাতৃত্বকালীন ছুটিতে গেছেন তিনি। তবে এসব খবরের সত্যতা পাওয়া যায়নি। এরপর সমালোচকদের বাড়াভাতে ছাই ছিটিয়ে একসময় প্রকাশ্যে আসেন বুবলী। তবে বিয়ে বা মা হওয়ার বিষয়ে সরাসরি কোনো জবাব দেননি। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘আসলে আমার প্রেম, বিয়ে, সংসার, সন্তান নিয়ে সবসময় নানা ধরনের কথা হয়েছে। আমার কাছে মনে হয়, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না-ই বলি। সময়ের সঙ্গে সবকিছুই পরিষ্কার হবে।’

স্পষ্ট করে কিছু না বলার কারণে বুবলীর গোপন প্রেম বিয়ে আর সন্তানের রহস্য আরও জোরালো হয়। বুবলী গণমাধ্যমকে জানান-অপেক্ষা করুন, গল্পের পেছনে আরও গল্প আছে। গল্পের পেছনে কী সেই গল্প- তা জানার অপেক্ষায় আছেন এখন বুবলীর ভক্তরা।

 

 

মাহীর দ্বিতীয় গোপন বিয়ে

স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই চিত্রনায়িকা মাহিয়া মাহীর দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গাজীপুর চৌরাস্তা অঞ্চলের প্রভাবশালী এক পরিবারের সদস্য তরুণ রাজনীতিক-ব্যবসায়ীকে নাকি বিয়ে করেছেন এই অভিনেত্রী। তবে বিষয়টি মাহী অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘না। বিয়ে হয়নি। আমরা বন্ধু। শুধু বন্ধু না, আমরা অনেক অনেক ভালো বন্ধু।’ সমালোচকরা বলছেন, যা রটে তা কিছু না কিছু বটে। রাকিব সরকার ও মাহিয়া মাহী বন্ধু বটে, তবে অপুর সঙ্গে বিচ্ছেদের আগে বা পরে বন্ধুত্ব গড়িয়েছে প্রণয়ে। তারই সফল পরিণতি হতে পারে বিয়ের মধ্য দিয়ে। তবে এর কিছুই প্রকাশ করা যাচ্ছে না এখন। কারণ, অপুর সঙ্গে মাহীর আইনি বিচ্ছেদ কার্যকরের জন্য ন্যূনতম তিন মাস তো সময় লাগবে। ফলে গাজীপুরের সরকার পরিবারে মাহিয়া মাহীর বউ হয়ে যাওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে গেলে অপেক্ষা করতে হবে আগস্ট মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহী। গত ২৪ মে তাদের পঞ্চম বিয়ে বার্ষিকীর আগ মুহূর্তে মাহী জানান, একসঙ্গে আর থাকছেন না তারা। ওই দিনই তারা বিবাহ বিচ্ছেদপত্রে স্বাক্ষর করেন। এখন মাহীর গোপন বিয়ের খবর প্রকাশ্যে জানতে অপেক্ষা তার দর্শক-ভক্তদের। বাংলাদেশ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015 teamreportbd
কারিগরি সহযোগিতায়: Freelancer Zone
freelancerzone