নিয়ন্ত্রণে আসার কয়েক ঘণ্টা মধ্যেই আবারও আগুন লাগার ঝটনা ঘটেছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতার সেজান জুসের ফ্যাক্টরিতে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট।
এর আগে সন্ধ্যায় ওই কারখানার ভিতর থেকে দগ্ধ মিনা আক্তার (৪০) ও স্বপ্না রানী (৩৩) নামে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। স্বপ্না সিলেটের যথি সরকারের স্ত্রী। মিনা আক্তার রূপগঞ্জের গোলাকান্দাইল নতুনবাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী। নিহত স্বপ্না রানীর মেয়ে বিশাখা রানীও এখানেই কাজ করেন। এরপরে রাতে ঢামেকে মোরসালিন নামে আরেকজনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিকাল ৫টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক। এর মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজে ১৬ জনকে ভর্তি করা হয়েছে।