শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে নিজেরই ছেলের বউ। কনস্টেবল শ্বশুরের সঙ্গে নিজের স্বামীকেও কাঠগড়ায় তুলেছেন ওই গৃহবধূ। তার অভিযোগ, শ্বশুর ধর্ষণ করেছে বিষয়টি জানার পরই তাকে তালাক দেয় তার স্বামী। এছাড়া তার ওপর যৌতুকের জন্য নির্মম নির্যাতন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মেরঠের। আরটিভি নিউজ
জানা গেছে, ওই গৃহবধূ সেখানকার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তার শ্বশুর নাজির আহমেদও সেখানে রিজার্ভ পুলিশ ফোর্স প্রভিন্সিয়াল আর্মস কনস্ট্যাব্যুলারি (পিএসি)-এর অংশ। আর তার স্বামী আবিদ মেরঠ কোতোয়ালি থানার পুলিশ অফিসার।