রাজধানীর কদমলীতে মা-বাবা-বোনকে হত্যার ঘটনায় মেহজাবিন ইসলাম মুন ও তার স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। । আটক বড় মেয়ে মুনকে গ্রেপ্তার দেখিয়েছে কদমতলী থানা পুলিশ।
শফিকুল অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার (২০ জুন) মুনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে চাইবে পুলিশ।
রাজধানীর কদমতলীতে ঘুমের ওষুধ খাইয়ে মা-বাবা ও বোনকে হত্যা করেছেন বড় মেয়ে মেহজাবিন ইসলাম মুন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ঘাতকের স্বামী ও সন্তান।
শনিবার (১৯ জুন) সকালে রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকার ২৮, লালমিয়া সরকার রোডের ছয় তলা বাড়ির দ্বিতীয় তলায় ঘুমের ওষুধ খাইয়ে মা-বাবা ও বোনকে হত্যা করে বড় মেয়ে মেহজাবিন ইসলাম মুন। নিহতরা হলেন, মেহজাবিনের মা মৌসুমী ইসলাম (৪০) বাবা মাসুদ রানা (৫০) ও বোন জান্নাতুলের (২০)।
আর আহত অবস্থায় মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম ও তার আগের ঘরের মেয়ে মারজান তাবাসসুম তৃপ্তিয়াকে (৬) ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।