রোববার (২০ জুন) মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়া উপলক্ষ্যে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্তহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। যমুনা ও ডিবিসি টিভি
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের ঠিকানা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। ক্ষমতায় থাকা হচ্ছে মানুষের সেবা করা। শহরের বস্তিবাসীদেরও পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না।
তিনি বলেন, দেশকে দারিদ্রমুক্ত করতে প্রথম কাজ হচ্ছে শিক্ষা। চিকিৎসাসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, একটি ঘর পেয়ে দুঃখী মানুষের মুখে যে হাসি দেখতে পাই এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কিছু নেই। মানুষের জন্য মানুষ এটাই সব থেকে বড় কথা। পুরো বাংলাদেশ আমি ঘুরেছি। গ্রামে-গঞ্জে, মাঠে-ঘাটে। আওয়ামী লীগ অধিকার নিয়ে কাজ করে। জাতির পিতা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন। তার পদাঙ্ক অনুসরণ করেই আমরা এগিয়ে যাচ্ছি।
দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর করে দেয়া উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আগামী ডিসেম্বর মাসের মধ্যে আরও এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের তালিকানুযায়ী দেশে ভূমিহীন এবং গৃহহীন পরিবারের সংখ্যা দুই লাখ ৯৩ হাজার ৩৬১টি (ক-শ্রেণি)। আর শুধু গৃহহীন পরিবার হচ্ছে পাঁচ লাখ ৯২ হাজার ২৬১টি (খ-শ্রেণি)।