করোনা পরিস্থিতিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভিজাত রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৮ জুন) রাতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে মৌলভীবাজার জেলা সদরের সেন্ট্রাল রোডে ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
সে সময় বিধিনিষেধ অমান্য করে বিয়ের আপ্যায়ন অনুষ্ঠান আয়োজন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা এবং অনুষ্ঠানের আয়োজক পক্ষকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়েছে।