হস্পতিবার রাতে হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। হামাসের গ্যাসবাহী বেলুন ছোঁড়ার জবাবে এ হামলা, জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আল জাজিরা
যুদ্ধ বিরতি চুক্তির ২৫ দিনের মাথায় গত বুধবার প্রথম দফা বিমান হামলা চালিয়েছিলো ইসরায়েল। এরপর ৪৮ ঘন্টা সময়ের ব্যবধানে পুনরায় হামলা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলার জবাবে হামাসের সদস্যরাও গুলি ছুড়ছে।
ইসরায়েল জানায়, ফিলিস্তিন থেকে গত তিন দিন ধরে গ্যাস ভর্তি বেলুন ছোড়া হচ্ছিলো। এতে ইসরায়েলের দক্ষিনাঞ্চলে বিভিন্ন খামারে আগুন লেগে গিয়েছিলো। তাই তারা গাজায় এ হামলা চালিয়েছে।
এর আগে গত ২১ মে পর্যন্ত টানা ১১ দিন ফিলিস্তিনে অবস্থিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের অফিসসহ বেশ কিছু স্থাপনায় বিমান হামলা চালিয়েছিলো ইসরায়েলি বাহিনী। এ হামলায় ফিলিস্তিনের ২৬০ জন নিহত হয়েছিলো। এরপর যুদ্ধ বিরতি চুক্তিতে এসেছিলো দুই দেশ।