কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মূলগেটে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত মুক্তিযোদ্ধা শাপলা চত্বরের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৩ মে) সকাল ১১টায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা.আবদুল গফফার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.আবু তাহের পাটোয়ারী, আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. মীর আমিনুল ইসলাম মঞ্জু, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের, মুক্তিযোদ্ধা এ.বিএম শরীফ উল্লাহ,হাজী মুহাম্মদ নুরুল ইসলাম, শ্যামল চন্দ্র দাশ,তমালকান্তি দাশ,উৎপল চন্দ্র ভৌমিক, আবু নুর সেলিম, জাহিদুর রহমান, মো.ইদ্রিস, আক্তারুজ্জামান, আবুল কালাম, মাস্টার জয়নাল আবেদীন, আবদুল কুদ্দুছ প্রমূখ।
উল্লেখ্য,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের পাটোয়ারীর সার্বিক প্রচেষ্টায় এ শাপলা চত্বরসহ হাসপাতালটিতে নান্দনিক সৌন্দর্যবর্ধনে ইতোমধ্যে নানা রকম কাজ করে যাচ্ছেন।