প্রাণঘাতী লড়াই শুরুর ৮ দিন পর অস্ত্রবিরতির আহ্বা ন জানালেন মার্কিন প্রেসিডেন্ট। বিবিসি
এরই মধ্যে নারী ও শিশুসহ ২১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, ইসরায়েলেও মারা গেছে ১০ জন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজায় নিহতদের বেশির ভাগেই জঙ্গি। তবে হামাস বলেছে, বেসামরিক মানুষই বেশি মারা গেছে।
বাইডেন এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন, মিশর এবং অন্যান্য দেশকে নিয়ে তিনি সংঘাতে লিপ্ত দুই দেশের মধ্যকার বৈরিতা দূর করার চেষ্টা করবেন।
অবশ্য একদিন আগেই ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘ যে বিবৃতি দিতে চেয়েছিলো, তা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে।
আজ হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে নিরীহ বেসামরিক মানুষের নিরপত্তা নিশ্চিত করতে বলেছেন।