লক্ষ্মীপুরে পথে দেখা শতাধিক রোজাদারের ইফতার আয়োজনের মাধ্যমে আপ্যায়ন করলো জেলা যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় বুধবার বিকালে শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গনে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ জেলা-উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।