ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক ‘ওয়ানডে’ র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করলো নিউজিল্যান্ড। শীর্ষে উঠতে তারা পেছনে ফেলছে ইংল্যান্ডকে। কিছুদিন আগে টেস্টেও প্রথমবারের শীর্ষে উঠেছিল কিউইরা।
a. চলতি বছর নিউজিল্যান্ড সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশের বিপক্ষে। ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সেই সিরিজ জয়ের ফলে তৃতীয় স্থান থেকে এক লাফে শীর্ষস্থানে উঠে গিয়েছে উইলিয়ামসরা।
b. নিউজিল্যান্ড গত ৩ বছরে ৩০টি ওয়ানডে ম্যাচের ২০টি ম্যাচই জিতেছে। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০১৯ এর রানার্সআপও হয়েছে তারা।
c. অপরদিকে শীর্ষস্থানে থাকা ইংল্যান্ড নেমে গিয়েছে চতুর্থ স্থানে। ইংল্যান্ডে চতুর্থ স্থানে নেমে যাওয়ায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া ও তৃতীয় স্থানে আছে ভারত।
d. এদিকে বাংলাদেশ আছে তালিকার সপ্তম স্থানে। তামিমদের বর্তমান রেটিং পয়েন্ট ৯০। অষ্টম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ আর নবম স্থানে শ্রীলঙ্কা।
একনজরে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের তালিকা:-
১. নিউজিল্যান্ড : ১২১ রেটিং পয়েন্ট
২. অস্ট্রেলিয়া : ১১৮ রেটিং পয়েন্ট
৩. ভারত : ১১৫ রেটিং পয়েন্ট
৪. ইংল্যান্ড : ১১৫ রেটিং পয়েন্ট
৫. দক্ষিণ আফ্রিকা : ১০৭ রেটিং পয়েন্ট
৬. পাকিস্তান : ৯৭ রেটিং পয়েন্ট
৭. বাংলাদেশ : ৯০ রেটিং পয়েন্ট
৮. ওয়েস্ট ইন্ডিজ : ৮২ রেটিং পয়েন্ট
৯. শ্রীলঙ্কা : ৭৯ রেটিং পয়েন্ট
১০. আফগানিস্তান : ৬২ রেটিং পয়েন্ট