প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো, আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মো, কামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান মজিবর হাওলাদার ও পৌরসভার সাবেক মেয়র অহিদুল হাজরা আলাদা আলাদাভাবে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মিদের সঙ্গে নিয়ে কোটালীপাড়ার বিভিন্ন মানুষের জমির ধান কেটে বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন। মান্দাতা আমলেরমতো মাথায় গামছা বেধে ও কাচি হাতে করে নেতাকর্মিদের ধান কাটা উৎসবের বিষয়টি চোখে পড়ারমতো।
a.উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো, আয়নাল হোসেন শেখ বলেছেন, করোনাকালীন সময়ে কোথাও কৃষান পাওয়া যাচ্ছে না। এতে করে কৃষকের পাকা ধান জমিতে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ঠিক এমন এক মহুর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কোটালীপাড়াসহ গোটা দেশের বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মিরা মানুষের জমির ধান কেটে বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন।
b. ধান কাটা শেষ হওয়ার আগ পযন্ত এ ধান কাটার কাজ আমাদের অব্যাহত থাকবে এমন কথা উল্লেখ করে পৌর মেয়র কামাল হোসেন বলেন, গত করোনার সময়েও আমরা সরকার দলীয় লোকজন মানুষের বাড়ী বাড়ী খাবার পৌঁছে দিয়েছি।
c.সাবেক পৌর মেয়র অহিদুল হাজরা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আমরা কোটালীপাড়ায় সরকার দলীয় নেতাকর্মিরা ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মিদের সঙ্গে নিয়ে আলাদা আলাদাভাবে মানুষের জমির ধান কেটে বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছি।
d. কোটালীপাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান মো, মজিবর হাওলাদার জানিয়েছেন, ধান কাটার মৌসুম শেষ না হওয়া পযন্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমাদের ধান কাটা অভিযান অব্যাহত থাকবে।