ল²ীপুর প্রতিনিধ ঃ করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ল²ীপুরে প্রথম দফায় ৭ দিনের লকডাউন দেয়া হলেও তেমন একটা মানতে দেখা যায়নি সাধারণ মানুষকে। দ্বিতীয় দফায় এপ্রিলের ১৪ তারিখ থেকে কঠোর লকডাউন দেয়া হলেও ল²ীপুরে দ্বিতীয় দিনে চলছে ঢিলেঢালা লকডাউন এমনকি সব কিছু প্রায় স্বাভাবিক। প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে জরিমানা করা হলেও একেকজন একেক অযুহাত দেন । করোনার প্রথম ধাপে যেমন গুরুত্ব দিয়ে লকডাউন পালন করা হত সাস্থ্যবিধি মানা হত কিন্তু দ্বিতীয় ধাপে লকডাউনে ল²ীপুরে তেমন একটা গুরুত্ব দিচ্ছেনা জনগন। একই রকম পরিস্থিতি রামগতি, কমলনগর রায়পুর রামগঞ্জ উপজেলাগুলোতে । রামগতি বাসস্ট্যান্ড , ঝুমুর , উত্তর বাসস্ট্যান্ড সহ পুরো শহর ঘুরে দেখা যায় ল²ীপুরের চিত্রটা স্বাভাবিক রয়েছে। এমনকি সাস্থ্যবিধির তেমন একটা বালাই চোখে পড়ার মত নয় । বেশির ভাগ দোকান পাট খোলা মাস্ক তেমন একটা দেখা যায়না আবার কেউ কেউ মাস্ক রাখেন পকেটে । প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় অভিযান চালিয়ে জরিমানাও করা হয়। বিভিন্ন অফিসের বাহিরে যদিও লেখা থাকে নো মাস্ক , নো সার্ভিস ভিতরে গেলে মাস্ক ছাড়াও সার্ভিস চলে। অন্যদিকে হুহু করে বাড়ছে ল²ীপুরে করোনা আক্রান্তের সংখ্যা এমনকি উপস্বর্গ নিয়ে মারাও যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যদিও লকডাউন পালনে ব্যবস্থা নেয়া হচ্ছে কিন্তু মানতে রাজি নয় কেউই। এমন পরিস্থিতিেিত হুমকির মুখে আছে ল²ীপুর।