করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনাসমূহ প্রতিপালন নিশ্চিতকরণের নিমিত্তে লক্ষ্মীপুর জেলা সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, সদর, লক্ষ্মীপুর, জনাব মোঃ মামুনুর রশীদ, সহকারী কমিশনার(ভূমি), সদর, লক্ষ্মীপুর, জনাব রাসেল ইকবাল, এনডিসি, লক্ষ্মীপুর, জনাব মোঃ জসিম উদ্দীন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, লক্ষ্মীপুর মডেল থানা, লক্ষ্মীপুর। এ সময় তিনি সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনাসমূহ যাতে কঠোরভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। লক্ষ্মীপুর জেলার ০৫টি উপজেলায় সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনাসমূহ বাস্তবায়নের নিমিত্তে পরিচালিত ০৮টি অভিযানে ১,৫৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ঘরের বাহিরে মাস্ক পড়ুন, করোনা মুক্ত থাকুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন।