পুলিশ জানায় উপজেলার তোরাবগঞ্জ এলাকায় একটি দোকনে বিক্রির উদ্দেশ্যে বাবুল এ্যালকোহল মজুদ করছেন বলে গোপনে খবর পান তারা। পরে সকালে ওই দোকানে অভিযান দিলে একহাজার ৮০ বোতল এ্যালকোহলসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।