দু’দিন আগে মইন আলি তার জার্সি থেকে একটি অ্যালকোহল সংস্থার লোগো তুলে নিতে অনুরোধ জানিয়েছিলেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে। যেহেতু ইসলামিক ধর্মে অ্যালকোহলের প্রচার করা বারণ, সে কারণেই তিনি এই আর্জি জানিয়েছিলেন।
আরও একবার বিতর্কের ঝড় তুললেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি এ বার ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে কাঠগড়ায় উঠলেন। তিনি বলেছেন, ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকলে নাকি, সিরিয়ায় গিয়ে এই তারকা ক্রিকেটার জঙ্গি সংগঠনে যুক্ত হতেন। তার এ হেন মন্তব্যের জেরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
তসলিমা টুইটে লিখেছেন, মইন আলি যদি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকতেন, তবে সিরিয়ায় গিয়ে আইএসআইএস-এ যোগ দিতেন। তসলিমার এই কুৎসিত মন্তব্য কেউই ভাল ভাবে নিচ্ছেন না। রীতিমতো ট্রোলডের শিকার হয়েছেন বাংলাদেশের লেখিকা। প্রত্যেকে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ইংল্যান্ডের মইন আলির সতীর্থ জোফ্রে আর্চার তো তসলিমাকে এক হাত নিয়েছেন। তিনি পাল্টা টুইট করে লিখেছেন, আপনি কি ঠিক আছেন? আমার মনে হয় না আপনি ঠির আছেন।
দু’দিন আগে মইন আলি তার জার্সি থেকে একটি অ্যালকোহল সংস্থার লোগো তুলে নিতে অনুরোধ জানিয়েছিলেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে। যেহেতু ইসলামিক ধর্মে অ্যালকোহলের প্রচার করা বারণ, সে কারণেই তিনি এই আর্জি জানিয়েছিলেন। তাঁর ভাবাবেগকে সম্মান জানাতে চেন্নাই কর্তৃপক্ষ মইন আলির জার্সি থেকে নির্দিষ্ট ওই সংস্থার লোগো তুলেও নেয়।
বিষয়টি সেখানেই মিটে গিয়েছিল। তসলিমা নাসরিন হঠাৎ করেই সেখানে খোঁচা দিতে গিয়ে উল্টে নিজেই ট্রোলডের শিকার হলেন। টুইটারে একজন তাকে লিখেছেন, তসলিমা নাসরিনের নামটি যদি মুসলিম না হত, তবে তিনি নিশ্চিত ভাবে আরএসএসে যোগ দিতেন। কেউ বিদ্রুপের ছলে তার সমালোচনা করছেন, কেউ আবার ক্ষোভ উগড়ে দিচ্ছেন। – জি নিউজ