কক্সবাজারের টেকনাফের বড়হাবিব পাড়া এক বাড়ির আঙ্গিনায় মাঁটি খুঁড়ে দুটি বস্তার ভিতর থেকে ৪ লাখ ১৩ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ মনসুর আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭ সদস্যরা। আটক মনসুর আলম কক্সবাজারের দক্ষিণ রুমালিয়ার ছড়ার খোরশেদ আলমের ছেলে।
a.সোমবার এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন র্যাব-৭ ব্যাটালিয়ন চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
b.তিনি বলেন,র্যাব-৭,চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,মাদক কারবারিরা টেকনাফ সদর ইউপির বড় হাবিবপাড়ার জাফর আলমের বসতবাড়িতে ইয়াবার একটি বড় চালান বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।উক্ত তথ্যের ভিত্তিতে রোববার সকালে র্যাব-৭, চট্টগ্রামের একটি বিশেষ দল ওই স্থানে অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
c.তিনি আরো বলেন,পরে ধৃত ব্যক্তির হেফাজতে থাকা মুরগীর ফার্মের সামনে মাটি খুড়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দুটি বস্তার ভিতর থেকে ৪ লাখ ১৩ হাজার ৭শ পিস ইয়াবা পাওয়া যায়।যার ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৪১ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃতকে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।