শনিবার ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা উদযাপন করছি, সেই স্বাধীনতার অন্যতম প্রধান শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা। মৌলবাদের বিষবাষ্প থেকে রক্ষা করবো রক্তে কেনা স্বাধীনতাকে, এটাই আমাদের অঙ্গীকার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে আসার ‘আমরা কোনও ব্যক্তি বিশেষকে আমন্ত্রণ জানাইনি। আমরা আমন্ত্রণ জানিয়েছি ‘১৯৭১ সালে আমাদের স্বাধীনতাযুদ্ধের প্রধান মিত্র দেশ ভারত, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে জনগণের নির্বাচিত প্রতিনিধিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি।’