মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে ২১টি গান স্যালুটসহ গার্ড অফ অনার প্রদান করা হয়।
বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।
লোটে শেরিং ২৪ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠানমালায় অংশ নিবেন।
২৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন এবং এ সফরে উভয় দেশের মধ্যে দুইটি সমাঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
উভয় দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষীয় বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে।