বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের টিকা নেয়ার এক মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে টিকা নেয়ার অভিনয় করতে দেখা যায়। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীরা নানারকম মন্তব্যও শুরু করেছেন।
ভিডিওতে যা দেখা যাচ্ছে, তিনি একটি টিকা নেয়ার কক্ষে গিয়ে বসেছেন, দুই জন সেবিকা তাকে টিকা দিচ্ছেন। কিন্তু টিকা দেয়ার মতো অভিনয় করা হলেও, তার শরীরে কোন সূঁচ ফোটানো হয়নি। আবার কয়েকজনকে পাশ থেকে নির্দেশনা দিতেও শোনা যায়। একজন ব্যক্তি সেবিকাকে বলেন, আপা সুইয়ের মাথাটা একটু খুলে নিন। একটু খুলে খালি অভিনয় করেন, আপনি ওই আগের সিস্টেমে টিকা দেয়ার মতো করে করেন। তুলাটা দিয়ে একটু ডলা দেন। সেবিকা একটি সিরিঞ্জ মন্ত্রীর বাম হাতের বাহুর ওপরে ধরে রাখেন। এই সময় কয়েকজন ব্যক্তিকে ক্যামেরা দিয়ে ছবি এবং ভিডিও করেন।
এরপর সাংবাদিকদের কাছে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘মনেই হয়নি, টিকা নিলাম, বুঝতেই পারিনি, কখন পুশ করেছে। কোনো রকম খারাপ কিছু বা ব্যথা পাওয়া, এরকম কিছু হয়নি। এই ভিডিওটি কে করেছেন বা কার মাধ্যমে কীভাবে ছড়িয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বিবিসি বাংলাকে বলেছেন, প্রথমে টিকা নেয়ার পর একজন সাংবাদিক ভিডিও তুলতে পারেননি, তাকে আবার একজন সাংবাদিকের অনুরোধে ভিডিও করতে দেয়ার জন্য তিনি আবার টিকা নেয়ার অভিনয় করেছিলেন। কিন্তু এখন এই ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। তবে এই ভিডিওটি সেই ভিডিওটিই কিনা তা নিশ্চিতভাবে যাচাই করা যায়নি।
তিনি বলেন, এটা মিথ্যাচারের একটা চরম উদাহরণ। পুরো ভিডিও আছে, কিন্তু ওইখানে একটা পার্ট দেখানো হচ্ছে। তিনি বলেন, সাংবাদিকরা যখন ফোন করেন বা কোন অনুরোধ করেন, আমরা সম্মান জানিয়ে সেটা বলি বা করি। এখন কেউ সেটার অপব্যবহার করবেন, সেটা তো আমরা আশা করি না।
১৭ই ফেব্রুয়ারি ঢাকার সচিবালয় ক্লিনিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক টিকা নিয়েছেন। ওই মন্ত্রণালয়ের সচিবও একই সময় টিকা নিয়েছেন।