ভোলার লালমোহনে মোবাইলে কল দিয়ে দেখা করতে বলে মো. জসিম উদ্দিন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বাম হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকালে উপজেলার চরভূতা ইউনিয়নের কুয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার চরভূতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, স্থানীয় যুবলীগ নেতা মো. নুরু শুক্রবার বিকেলে মোবাইল ফোনে চরভুতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক মো. জমিদ উদ্দিনকে দেখা করতে বলেন। সন্ধ্যার আগ মুহূর্তে জসিম মাদরাসা বাজারে নুরুর সঙ্গে দেখা করতে যান। এসময় দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে নুরুর কয়েকজন অনুসারী ধারালো অস্ত্র নিয়ে জসিমের ওপর হামলা চালায়। জসিম দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করে।
এক পর্যায়ে জসিমকে ফসলি জমিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের কব্জি বিছিন্ন করে দেয়। অভিযুক্ত নুরু এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার একটি বাহিনী রয়েছে। আহতের পরিবারের অভিযোগ রাজনৈতিক কারণে জসিমের ওপর এ হামলা চালানো হয়েছে।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।