লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। লক্ষ্মীপুর-২ আসনে এবার নৌকার প্রার্থী হিসেবে লড়বেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
মানবপাচার ও অর্থপাচার মামলায় কুয়েতের আদালতে কারাভোগ করছেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মাদ শহিদুল ইসলাম পাপুল। কোনও সংসদ সদস্য নৈতিক স্খলনজনিত ফৌজদারী অপরাধে সাজাভোগ করলে স্বীয় পদে থাকার যোগ্যতা হারান। সেই হিসেবে গত ২২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সচিবালয় থেকে এমপি পাপুলের আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, উপনির্বাচনের প্রার্থী হিসেবে নুরউদ্দিন চৌধুরী নয়নকে চূড়ান্ত করেছে মনোনয়ন বোর্ড
সংবিধান অনুযায়ী, কোনও সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হলে ওই দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে আগামী ২৮ এপ্রিলের মধ্যে ওই আসনে উপনির্বাচন করতে হবে।
এ প্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয় গত ৩ মার্চ লক্ষ্মীপুর-২ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১১ এপ্রিল লক্ষ্মীপুর-২ ভোট অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৮ মার্চ, রিটার্নিং কর্মকর্তারা ১৯ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনেও ইভিএম ব্যবহার হবে।
প্রসঙ্গত একাদশ সংসদ নির্বাচনে একাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর, সদরের একাংশ) আসনে মহাজোটের প্রার্থী ছিলেন মোহাম্মদ নোমান। তিনি শেষ মুহুর্তে অদৃশ্য কারণে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন মোহাম্মাদ শহিদুল ইসলাম পাপুল। বর্তমানে তিনি কুয়েতের কারাগারে সাজাভোগ করছেন।