কারওয়ান বাজার কৃষি বাজারসহ পাইকারী ও খুচরা বাজারগুলোতে শুক্রবার ঘুরে দেখা যায়, প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ১৮৫০ টাকা। পাইকারী প্রতি কেজি ছোলা ৬৩-৬৮ টাকা। যা খুচরা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। খেসারীর ডাল ৭৫-৮০ টাকা আর খুচরায় বিক্রি হচ্ছে ৯০-১০০টাকা। বরিশালের মুড়ি ৫০০ গ্রাম ৬০ টাকা।
চায়না আদা বিক্রি হচ্ছে ১২০, দেশি ১০০ টাকা। রশুন ১২০-১৩০ টাকা। খোলা সোয়াবিন পাইকারি ১৩০ টাকা আর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৬৩০ থেকে ৬৪০ টাকায়।
মাস দেড়েক আগেও ছিলো খোলা তেল ১১০ টাকায় আর ৫লিটার বোতল ছিলো ৫৮০- ৯০ টাকায়।
আব্দুস সামাদ মোল্লাহ বলেন, গত সপ্তাহের ব্যবধানে দাম অনেক বেড়েছে। সব কিছুর দামই বৃদ্ধি। দুই থেকে তিন দিনের ব্যবধানে বেড়েছে পেয়াঁজের দাম কেজিতে ৮ টাকা থেকে ১০ টাকা। ৩৫ টাকার দেশী পেয়াঁজ বিক্রি হয়েছে ৪৫ টাকায়, সেই পেয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।
চিনির দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৭০ টাকায়। চালের দাম কমার কোন লক্ষণ নেই। মিনিকেট ৬২-৬৫ টাকা। আটাশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকা। পাইজাম ৪৮-৫০, নাজিরশাল কেজি প্রতি ৫৫-৭০ টাকায়। ব্যবসায়ী আব্দুল হাই জানালেন, ভারতীয় চাল আমদানি বন্ধ হলে চাউলের দাম আরও বেড়ে যাবে।