বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের একটি গবেষণা জরিপে এ তথ্য পাওয়া গেছে। গত বুধবার রাতে এক ওয়েবিনারে ‘কর্মসংস্থান ও অভিবাসনের ওপর করোনা মহামারীর প্রভাব’ শীর্ষক জরিপের ফলাফল উপস্থাপন করেন সংগঠনের গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। ২০১৯ সালে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের মার্চ-ডিসেম্বর পর্যন্ত এ জরিপ করা হয়েছে।
সানেমের জরিপ বলছে, বেতন বা মজুরির বিনিময়ে কাজ করেন এমন ৬২ শতাংশ কর্মী বা শ্রমিক গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের বেতন ২০১৯ সালের তুলনায় কমে গেছে বলে জানান। ৭ দশমিক ৯ শতাংশ শ্রমিক এ সময়ে কাজ হারানোর কথা জানান এবং এদের মধ্যে ১ দশমিক ৭ শতাংশ এখনো কাজ ফিরে পাননি। সাময়িকভাবে কাজ হারানোর এ হার ৫ দশমিক ৪। ৭ শতাংশ পুরুষ জানান এখনো তারা কাজে যোগ দিতে পারেননি, নারীদের ক্ষেত্রে এ হার ১৬ শতাংশ। তবে ৩৮ শতাংশ কর্মজীবী এ সময়কালে তাদের বেতন কমেনি জানান।
প্রবাসীদের ক্ষেত্রে ২০ শতাংশ শ্রমিক এ সময়ে কাজ হারান। আর নানা কারণে ৫ শতাংশ শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হন। প্রবাসী শ্রমিকদের তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে মোবাইল ফোনে।
ওয়েবিনার পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। ওয়েবিনারে অন্যদের মধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পওতিয়ানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তাসনিম সিদ্দিকী, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ বক্তব্য দেন।