মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের প্রথম Smart Village প্রবেশ গেইট এর শুভ উদ্বোধন জাতীয় বীমা দিবসে লক্ষ্মীপুর মার্কেন্টাইল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক প্রদান পবিত্র শবে বরাত ৭ মার্চ করোনাভাইরাস পরিস্থিতি ২৪ ঘণ্টায় শনাক্ত প্রায় এক লাখ, মৃত্যু পৌনে চারশো নিজের নয়, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি: প্রধানমন্ত্রী মিরপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান পাখির স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক হতাশা ও টাকার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন ফারদিন গুজবে কান না দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুর ইউসিসিএল’র সভাপতি ও বিআরডিবি’র কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

সাহসী ও বিচক্ষণ নেতৃত্ব সফল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৭৭ Time View

দেশ ও বিদেশের বিশিষ্টজনরা মনে করেন, বিশ্বব্যাপী ক্ষমতাধর উন্নত দেশগুলো যখন করোনা ভাইরাস মোকাবিলায় দিশাহারা, তখন বাংলাদেশে করোনার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও সাইক্লোন আঘাত করে। ঠিক তখন এদেশের লড়াইটা ছিল অন্যদেশ থেকে ভিন্ন।

লকডাউন হয়ে যাওযায় অন্যান্য দেশের মতোই মহামারীতে ক্ষতিগ্রস্ত হন শিল্প উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, গার্মেন্টসকর্মী, পরিবহনশ্রমিক, দিনমজুর, কৃষিশ্রমিক ও রিকশাচালকসহ অনেকে। সবাই যেন তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারেন, সেজন্য সরকারকে খাতভিত্তিক প্রণোদনা প্যাকেজ এবং আর্থিক সহায়তা দিতে হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হচ্ছে। এ বিশাল কর্মযজ্ঞের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে সাহসী ও বিচক্ষণ নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের পর্যালোচনায় ২০১৯ সালে উন্নয়নশীল দেশ হওয়ার জন্য মাথাপিছু আয়ের মানদ- নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২২২ মার্কিন ডলার। ওই বছর বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৮১৭ ডলার। করোনাকালে সংকটের মধ্যেও বর্তমানে আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৬৪ ডলার। অর্থাৎ মানদ-ের প্রায় ১.৭ গুণ।

 

ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারাদেশের রাজনীতি ও প্রশাসনের সঙ্গে সম্পৃক্তদের মাধ্যমে দেশের মানুষের খবর রেখেছেন, সহায়তা দিয়েছেন। দেশের মানুষ যেন অনাহারে এবং অর্ধাহারে না থাকে, সেদিকেও ছিলেন পূর্ণ মনযোগী। ফলে দক্ষিণ এশিয়ায় যে চারটি বড় দেশ সফলভাবে করোনা মোকাবিলা করছে, এর মধ্যে বাংলাদেশ অন্যতম।

অর্থনীতি, রাজনীতিসহ নানাদিক থেকে শক্তিশালী হওয়া সত্ত্বেও মৃত্যুর হার এখনো বেড়েই চলেছে ভারত ও পাকিস্তানে। তবে বাংলাদেশে মৃত্যুহার পৃথিবীর অনেক দেশের তুলনায় কম। শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বেই সরকারি চাকরিজীবী থেকে শুরু করে কওমি মাদ্রাসার শিক্ষক, গার্মেন্টসকর্মী, ক্ষুদ্র ও কুঠিরশিল্প, জাহাজশ্রমিক থেকে অসহায় দিনমজুর; কেউই দান-প্রণোদনা থেকে বাদ পড়েননি।

ভয়াবহ সংকট মোকাবিলায় ত্বরিত গতিতে নিয়োগ দেওয়া হয়েছে পাঁচ হাজার ৫৪ নার্স, যাদের দেশের বিভিন্ন কভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ ছাড়াও ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে দুই হাজার চিকিৎসককে সহকারী সার্জন পদে নিয়োগ করা হয়।

গত পড়শু কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসিক বলেছেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে মহামারী মোকাবিলায় সফলতা দেখানো নারী নেত্রীদের একজন শেখ হাসিনা। কিউসিকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন। মহামারী মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর সফল তিন নারী নেতার একজন হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়া বাকি যে দুজনের প্রশংসা করা হয়েছে তারা হলেন- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন ও বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গত বুধবার প্রকাশ করেছে- এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে বাংলাদেশ। গত এক দশকে রপ্তানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় এমন সম্ভাবনা তৈরি হয়েছে। রপ্তানির ওপর ভর করে চাঙ্গা অর্থনীতির দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ। নিবন্ধে বলা হয়, গত এক দশকে ডলারের হিসাবে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় ৮০ শতাংশ। তৈরি পোশাক খাতের রপ্তানির মাধ্যমে এই সাফল্য এসেছে। আর দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বৃহত্তর সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও জোরদার হবে।

করোনা মোকাবিলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন।

এতসব কর্মযজ্ঞের পরও টিকা প্রথম ধাপে বাংলাদেশ পাবে কিনা, টিকা পাওয়ার পর সেই টিকা নেওয়া ঠিক হবে কিনা; এ নিয়েও গুজব ও সংশয় চলে- এমনটা বলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। তিনি বলেন, চলতি বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করে তিনি সেই সংশয়ের অবসান ঘটিয়েছেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন টিকা নিচ্ছেন না। এই টিকা ভালো হলে নিশ্চয়ই তিনি নিতেন- এমন সমালোচনাও হয়; কিন্তু অবশেষে নেত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বিরাট সংখ্যক গুরুত্বপূর্ণ মানুষকে করোনর টিকা দিয়ে তিনি এবং তার ছোট বোন শেখ রোহানা গ্রহণ করেছেন। বর্তমানে টিকাদান কার্যক্রমে বাংলাদেশ শীর্ষ পর্যায়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015 teamreportbd
কারিগরি সহযোগিতায়: Freelancer Zone
freelancerzone