করোনার বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিদের একথা বলেন। তিনি বলেন, আগামী রবিবার/সোমবার এ বিষয়ে একটি আন্ত:মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে, সভায় বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সবার পরামর্শ নেয়া হবে।
তিনি জানান, এ জন্য সরকারের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। তবে খুলবে কিনা? কি পদ্ধতিতে খোলা হবে? শিক্ষর্থীদের নিরাপত্তা কিভাবে বজায় রাখা সম্ভব? সব কিছু বিবেচনা করে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য নির্দিষ্ট কোন তারিখ নির্ধারণ করা হয়নি জানিয়ে সচিব বলেন, তবে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার আগে শিক্ষক-কর্মচারিসহ সংশ্লিষ্ট সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ভর্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।