সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে টিকা নিতে আসতে থাকেন অনেকে।
এর আগে রবিবার করোনার টিকাদান কার্যক্রমের প্রথম দিন সারা দেশে ভ্যাকসিন নেন ৩১ হাজার ১শ’ ৬০ জন। তবে, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে দ্বিতীয় দিনের সকালে টিকা গ্রহীতার উপস্থিতি তেমন চোখে। হাসপাতালের কর্মকর্তারা জানান, রবিবার প্রথমদিনে টিকা দেয়ার পর তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ভ্যাকসিন নেওয়ার পর ২১ জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়।