স্পোর্টস ডেস্ক : জয়ের দ্বারপ্রান্তে গিয়ে শেষ পর্যন্ত হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড। দলটি দু’দুবার ঘুরে দাঁড়িয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেছিলো। কিন্তু । ভাগ্যলক্ষি সহায় হয়নি। নিজেদের মাঠে শেষ পর্যন্ত এভারটনের বিপক্ষে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে।
ওল্ড ট্রাফোর্ডে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এদিনসন কাভানি ও ব্রুনো ফের্নান্দেসের গোলে ইউনাইটেড ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর সমতা টানেন আবদুলাই দুকুরে ও হামেস রদ্রিগেস। স্কট ম্যাকটমিনে স্বাগতিকদের ফের এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ডমিনিক ক্যালভার্ট-লুইন।
এই ম্যাচ জিতে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ধরে ফেলার সুযোগ ছিল ইউনাইটেডের সামনে। কাজে লাগাতে পারল না তারা। গত নভেম্বরে প্রথম দেখায় এভারটনের মাঠে ৩-১ গোলে জিতেছিল দলটি।
২৩ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি তিনে, ৪০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী লিভারপুল চার নম্বরে।২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ছয়ে এভারটন।