২৬ পয়েন্ট স্কোর নিয়ে যৌথভাবে ১৪৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তবে ২০১২ সালের পর বাংলাদেশের স্কোরে কোনও পরিবর্তন আসেনি। অন্য দেশে দুর্নীতি কমায় বাংলাদেশের র্যাংকিংয়ে অবনতি হয়েছে।
দুর্নীতি ধারণা সূচকটি বলছে, পুরো এশিয়া-প্যাসেফিক অঞ্চলকেই দুর্নীতির বিরুদ্ধে বড় ধরণের লড়াই করতে হচ্ছে। দুর্নীতির কারণেই কোভিড-১৯ অতিমহামারি মোকাবেলায় অনেক দেশকে বেগ পেতে হচ্ছে।
সূচক অনুযায়ী বিশ্বে সর্বনিম্ন দুর্নীতি হয় নিউজিল্যান্ড ও ডেনমার্কে। আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান ও সোমালিয়া।