বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ভাতা প্রধান অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।এর আগে সুবিধাভোগীদের নিকট সরাসরি ভাতা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।
তিনি বলেন, সামাজিক কর্মসূচির আওতায় যেসব ভাতা দেয়া হচ্ছে, তা সঠিক মানুষের হাতে পৌঁছাতে হবে। আওয়ামী লীগ এটানা ক্ষমতায় থাকায় সুফল পাচ্ছেন জনগণ।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর এমন অনেক সামাজিক কর্মসূচি বন্ধ করে দিয়েছিল। তবে, টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকার কারণেই সমাজের সর্বস্তরে উন্নয়নের সুফল ছড়িয়ে দেয়া সম্ভব হচ্ছে।