লক্ষ্মীপুরের রামগতিতে ১৩ বছর বয়সী শাহিনুর আক্তার নামে এক কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাবা মো: মনির উদ্দিন (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরগাজী ইউনিয়নের মোহাম্মদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে (৭ ডিসেম্বর) সকালে ধর্ষণের অভিযোগে ধর্ষিতার মা নিজে এসে রামগতি থানায় তার স্বামী মো: মনির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার সময় নিজ বসতঘরে মো: মনির উদ্দিন তার নিজ সন্তান শাহিনুর আক্তার কে জোরপূর্বক ধর্ষন করে। ঘটনাটি মনির উদ্দিনের স্ত্রীর নজরে আসলে, বিষটি জানাজানি হয়। আসামীর মনির উদ্দিনের কাছে এলাকাবাসী জানতে চাইলে সে বলেন, আমাকে দিয়ে জ্বীন এ ধর্ষণের কর্মকান্ড করিয়েছে।
আসামী মনির উদ্দিন রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকার বাসিন্দা মো: মোস্তফার ছেলে ও ধর্ষিতার বাবা ।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।