তিনটি গুলি করা হয় মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদকে। সুরতহালের সময় ও পরে ময়না তদন্তের রিপোর্ট দেখে বিষয়টি নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। প্রথম গুলি হাতে, পরের দুটি একসঙ্গে বুকের নিচে ঠেকিয়ে করা হয়। এরপরের গুলিটি বাম কাঁধের নিচে করা হয়। একজন সন্দেহভাজনকে আটকাতে শরীরে অস্ত্র ঠেকিয়ে গুলি করতে হবে কেনো, এমন প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
গত ৩১ জুলাই রাতে ঘটনার সময় প্রথম গুলির পর পরই সিনহার শরীরে দ্বিতীয়-তৃতীয় গুলি করেন বরখাস্ত হওয়া ইন্সপেক্টর লিয়াকত। তার পেছনেই দাঁড়িয়েছিলেন সিনহা হত্যা মামলার তিন নম্বর আসামি বরখাস্ত হওয়া এস আই নন্দ দুলাল। চতুর্থ গুলিটি করেন লিয়াকত।
সুরতহাল, ময়না তদন্ত প্রতিবেদন ও তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুব কাছে থেকেই প্রথম গুলিটি করেন লিয়াকত। সেটি বাম হাতের বাহু ভেদ করে বেরিয়ে যায়। অবসরপ্রাপ্ত মেজর সিনহার শরীরে দ্বিতীয় ও তৃতীয় গুলিটি করা হয় শরীরে ঠেকিয়ে, একই জায়গায়, বাম পাঁজড়ের ঠিক নিচে। একই জায়গা দিয়ে ঢুকে একটি গুলি পিঠ বরাবর বেরিয়ে যায়। বুক ও পেট অতিক্রম করে আরেকটি গুলি বের হয় পেছনে কোমড়ের একটু ওপর দিয়ে। সম্পাদনা : রায়হান রাজীব