লক্ষ্মীপুরের কমলনগরের সকল ক্রীড়া সংগঠন (ক্লাব) নিয়ে ‘কমলনগর ক্লাবস ইউনিটি’ গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) বিকালে হাজিরহাট ক্লাবের সভাপতি রিয়াজ মাহমুদ সুমনের পরিকল্পনা ও উদ্যোগে এ আয়োজন করা হয়।
হাজিরহাট ক্লাবের উপদেষ্টা মাহবুবুর রহমান বাবলু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমলনগর প্রেসক্লাবের সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের সমাজের’ উপদেষ্টা সাজ্জাদুর রহমান, মুক্তিযোদ্ধা ক্লাবের সভাপতি এনামুল হাছান রাজু, কাজীপাড়া টাইগার্স ক্লাবের সভাপতি কাজী বাকের হোসেন নিশাদ, কমলনগর উপজেলা একাদশ ক্লাবের সভাপতি মিরাজ হোসেন শান্ত, পূবালী একতা ক্লাবের সভাপতি আমির হোসেন শিপন, হাজিরহাট ক্লাবের সদস্য ইলিয়াস হোসেন, ইউনাইটেড পাওয়ার অব স্পোর্টসের সভাপতি নাহিদুল ইসলাম, কমলনগর ওয়ারিয়র্সের সভাপতি আবদুল্লাহ আল ফারুক জুয়েল, হাজিরহাট ক্লাবের সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন রায়হান, মিয়াপাড়া সাকার ক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন মাহমুদ, হাজিরহাট ক্লাবের কোচ রাজিব দেবনাথ, কমলনগর স্টার ক্লাবের ক্রীড়া সম্পাদক আকতার পাটওয়ারী, খায়েরহাট একাদশ ক্লাবের মো. ফারুক, তোয়াহা’র স্মৃতি সংসদের আরাফাত হোসেন সুজন, জুনিয়র একতা সংঘের মঞ্জুর আলম সম্রাট, নিউ তারুণ্য তরঙ্গ সংসদের মো. আনম রেজা, স্বপ্নপুর একতা সংঘের সভাপতি আবদুস সাত্তার, কমলনগর নিউ টাইগাস ক্লাবের সভাপতি আমির উদ্দিন মুরাদ, নিউ স্টার ক্লাবের আকরাম হোসেন, হাজিরহাট ক্লাবের মেহেদী হাসান ফাহিম, জনকল্যাণ আদর্শ সংঘের জাহিদ হাসান তুহিন, মাতাব্বরহাট একাদশ ক্লাবের রিয়াজ মাহমুদ চৌধুরী ও জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাজিরহাট ক্লাবের সজীব।
সভায় উপজেলার ফুটবল, ক্রিকেট, হা ডু ডু সহ দেশীয় খেলার উন্নয়নে সকল ক্লাবের সমন্বয়ে ‘কমলনগর ক্লাব’স ইউনিটি’ গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ইউনিটি সামাজিক অসঙ্গতি, কুসংস্কার রোধ ও বিভিন্ন উন্নয়নে স্বেচ্ছায় কাজ করবে।