লক্ষ্মীপুরের কমলনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার প্রতিকৃৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কমলনগর উপজেলা বিকল্পধারা।
শনিবার (১৫ আগস্ট) সকালে কমলনগর উপজেলায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার জামে মসজিদে ১৫ আগষ্টের শহীদদের রুহের মাগফিরাত, শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমলনগর-রামগতি আসনের সংসদ সদস্য মেজর অব: আবদুল মান্নানের পক্ষে বিকল্পধারা কমলনগর উপজেলা সভাপতি মোহাম্মদ উল্যাহ মিয়া, সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া, ডা: মিজান,সেকান্তর মেম্বার,পারভেজ, ডা: রহিম, যুবধারা মাহফুজ, সুজন,জসিমসহ ইউনিয়ন নেতৃবৃন্দ।