বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের প্রথম Smart Village প্রবেশ গেইট এর শুভ উদ্বোধন জাতীয় বীমা দিবসে লক্ষ্মীপুর মার্কেন্টাইল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক প্রদান পবিত্র শবে বরাত ৭ মার্চ করোনাভাইরাস পরিস্থিতি ২৪ ঘণ্টায় শনাক্ত প্রায় এক লাখ, মৃত্যু পৌনে চারশো নিজের নয়, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি: প্রধানমন্ত্রী মিরপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান পাখির স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক হতাশা ও টাকার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন ফারদিন গুজবে কান না দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুর ইউসিসিএল’র সভাপতি ও বিআরডিবি’র কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

আবার বাধ্যতামূলক হয়েছে মাস্ক ফ্রান্সের রাজধানী প্যারিসে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৭১ Time View

ফ্রান্সের রাজধানী প্যারিসে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ৷ পরিস্থিতি সামলাতে আবার বাধ্যতামূলক হয়েছে মাস্ক৷ প্যারিসে বর্তমানে করোনা সংক্রমণের হার ২ দশমিক ৪ শতাংশ, যা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি৷ ফ্রান্সের অন্যত্র এই হার ১ দশমিক ৬ শতাংশ৷ খবর ডয়চে ভেলে।

জুনের শেষদিকে করোনা সংক্রমণকে আয়ত্তের মধ্যে আনতে পারা গেলেও গ্রীষ্মকালীন ছুটির পর থেকেই বাড়ছে নতুন সংক্রমণ৷ এমন পরিস্থিতিতে ফরাসী কর্তৃপক্ষ রাজধানী প্যারিসের জনবহুল স্থানে ও বিশেষ করে পর্যটনের স্থানগুলোতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার বিধি চালু করেছে৷ সোমবার থেকে চালু হওয়া এই বিধির পক্ষে এর আগের সপ্তাহেই প্যারিসের মেয়র অ্যান হিডালগো প্রস্তাব রাখেন৷

প্যারিস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ বছরের বেশি বয়সের প্রত্যেককে মাস্ক পরতে হবে৷ প্যারিসের একশরও বেশি রাস্তায় জারি হয়েছে এই বিধি৷ পুলিশের পক্ষে একটি বিবৃতিতে বলা হয়, ‘জুলাইয়ের মাঝামাঝি থেকে এই সব অঞ্চলে বাড়তি সংক্রমণ দেখা গেছে’৷

বাড়তি কড়াকড়ির স্থানগুলোর মধ্যে রয়েছে প্যারিসের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনের জায়গাগুলো, যেমন মঁমার্ত্র, সাক্র ক্যুর গির্জা ও সেইন নদীর আশপাশের অঞ্চল৷বর্তমানে গড়ে প্রায় ৪০০ জন নতুন করে সংক্রমিত হচ্ছেন এই এলাকাগুলোতে, যার মধ্যে বেশির ভাগ সংক্রমিতের বয়স বিশ থেকে ত্রিশের মধ্যে৷

শুধু প্যারিসই নয়, বাধ্যতামূলক মাস্ক পরার বিধি জারি করা হয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, রোমানিয়া ও স্পেনের কিছু অংশেও৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015 teamreportbd
কারিগরি সহযোগিতায়: Freelancer Zone
freelancerzone